উৎসব
কালিপূজায় বালুরঘাট ক্লাবের মূল আকর্ষণ
Nblive বালুরঘাটঃ কালী পূজায় বালুরঘাট ক্লাবের পূজা মন্ডপ তৈরি হচ্ছে মাদুর দিয়ে। প্রায় ৬০ ফিট উচু ও ৪০ ফিট চওরা এই প্যান্ডেলে থাকছে হস্তশিল্পের বিভিন্ন কারুকার্য । মূলত হস্তশিল্পকে তুলে ধরতে স্থানীয় শিল্পীদের কাজে লাগিয়ে মাদুর এর উপর পাট,বেত, চামুচ, কদবেল, বনবেগুন ও কামরাঙা দিয়ে বিভিন্ন কারুকার্যের সাহায্যে ফুটিয়ে তোলা হচ্ছে এই মন্ডপ। প্রতিমার থিমে থাকছে অশ্বত্থ উপরে কালী প্রতিমা ও উরি হামলায় বীর সৈনিকদের শ্রদ্ধা জানানো হবে।
ক্লাবের পূজা এবার ৫৫ বছরে পা দিল। পূজার দিন দর্শকদের মনোরঞ্জন দেওয়ার জন্য কুশমুন্ডির মুখা নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পূজা উপলক্ষে মাঠের চার পাশে বসেছে মেলাও।