বিনোদন

‘জার্সির’ সেটে ফিরলেন শাহিদ কপুর

চোট সারিয়ে স‍্যুটিং-এ ফিরছেন শাহিদ কপুর। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন তিনি।

Bengal Live ওয়েব ডেস্কঃ কয়েকমাস ধরেই ‘জার্সি’ সিনেমার স‍্যুটিং করছিলেন শাহিদ। সেখানেই ঠোটে গুরুতর চোট পান শাহিদ তারপ‍র থেকে আর দেখা যায়নি সেটে তাকে। গতপরশু তাকে এয়ারপোর্টে দেখা যায় চন্ডিগড়ে যাওয়ার পথে। পরবর্তীতে তিনিই সোশাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ‍্যে বলেন চন্ডিগড়ে তিনি স‍্যুটিং সেটে ফিরছেন খুব শীঘ্র‌ই, তিনি এখন সম্পূর্ণ সুস্থ।

বলিউডে ‘কবির সিং’ হিট হ‌ওয়ার পর তার ভক্তরা অধীর আগ্রহে বসে আছেন ‘জার্সি ‘ দেখার জন‍্য। এই সিনেমাটিও তামিল সিনেমার হিন্দি ভার্সনের নামটিও অপরিবর্তীত রেখেছেন পরিচালক গৌতম তিন্নোরি, তিনি তামিল ভার্সনটিও পরিচালনা করেছিলেন।

এই সিনিমার গল্প একজন প্রতিভাবান অথচ ব‍্যর্থ ক্রিকেটারকে নিয়ে। যিনি ৩০বছর বয়সে তার ছেলের স্বপ্নপূরনের জন‍্য আবার ভারতীয় ক্রিকেট দলে খেলা শুরু করেন। ছবিটির মুক্তির তারিখ এখন‌ও জানা যায়নি।

Back to top button