বিনোদন

জীবনের দ্বিতীয় ইনিংসে যুবরাজ

দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংহ।

Bengal Live ওয়েব ডেস্কঃ দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংহ। ক্রিকেট জীবন থেকে অবসর নেওয়ার এক মাসের মধ্যেই অভিনয় জগতে পা রাখলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অল রাউন্ডার যুবরাজ সিংহ। সূত্রের খবর, ‘দ্য অফিস’ নামে একটি ওয়েব সিরিজের মধ্য দিয়ে অভিনয় জগতে ডেবিউ করছেন তিনি। তবে ওয়েব সিরিজে যুবরাজের চরিত্র নিয়ে এখনও কিছু জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় যুবরাজের নতুন ইনিংসের খবর ছড়িয়ে পড়েতেই তা এখন রীতিমতন ভাইরাল। ১৩ পর্বের এই ওয়েব সিরিজে যুবরাজের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে, গহর খান, মুকুল চাড্ডা, রণবীর শোরে সহ অন্যান্য কলাকুশলীদের।

Related News

Back to top button