বিশ্বকাপ জয়ী ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের জন্মদিন আজ। বিশেষ দিনে বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রণবীর
Bengal Live ওয়েব ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে কপিল দেবকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রণবীর সিং। ছবিতে দেখা যাচ্ছে কপিল দেব তাঁর বিখ্যাত নটরাজ শটটি রণবীর সিং-কে শিখিয়ে দিচ্ছেন। ছবির সাথে রণবীর সিং লিখেছেন “শুভ জন্মদিন , কিংবদন্তী। ধন্যবাদ আপনাকে, আমাদের রাস্তা দেখিয়ে দেবার জন্য। আপনি আমাদের গর্বিত করেছেন। এবার আমাদের পালা…”
এর আগে রণবীর সিং-কে দেখা গিয়েছে ঐতিহাসিক চরিত্র আলাউদ্দিন খলজির ভূমিকায়। এবার তাঁকে দেখা যাবে একেবারে হুবহু কপিল দেবের লুকে তাঁরই বায়োপিক ’83’ ছবিতে। এই ছবিতে রণবীর সিং- এর লুক দেখে কপিল দেবও চমকে গিয়েছেন। ছবিটি মুক্তির তারিখ ১০-ই এপ্রিল ঠিক করা হয়েছে।