ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদের জীবনকাহিনী নিয়ে তৈরি দেব অভিনীত গোলন্দাজ সিনেমার মোশন পোষ্টার প্রকাশ পেল রবিবার।
Bengal Live ওয়েব ডেস্কঃ গত রবিবার অর্থাৎ ২৬শে জানুয়ারিতে ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদের জীবনকাহিনী নিয়ে তৈরি দেব অভিনীত গোলন্দাজ সিনেমার মোশন পোষ্টার প্রকাশ করা হলো প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। দেব সেই পোষ্টারটি শেয়ার করেন সোশাল মিডিয়ায়।দেব লিখেছেন, ”সব খেলার সেরা সেই ফুটবল ভারতীয়দের প্রথম খেলতে শেখালেন যিনি…” ছবির পোস্টারটি নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকেই উৎসর্গ করেছেন দেব।
গত ২৫শে জানুয়ারি কে কোন চরিত্রে অভিনয় করবে তাও প্রকাশ করে প্রযোজনা সংস্থাটি। তাতে দেখা যায় নগেন্দ্র প্রসাদের ভূমিকায় রয়েছেন দেব এবং তার বাবার চরিত্রে দেখা যাবে শ্রীকান্ত আচার্যকে, দেবের স্ত্রী কমলিনীর ভূমিকায় দেখা যাবে ঈশা সাহাকে । স্বাধীনতা সংগ্রামী ভার্গবের মতো গুরুত্ব পূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। এছাড়াও ইন্দ্রাশিষ রায়কে জীতেন্দ্র ও জন ভট্টাচার্যকে বিনোদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ।
সব খেলার সেরা সেই ফুটবল ভারতীয়দের প্রথম খেলতে শেখালেন যিনি..
On This #RepublicDay , unveiling the motion poster of #Golondaaj, inspired by the life events of Nagendra Prasad Sarbadhikari | Directed by @dhrubo_banerjee.@SVFsocial @m_ishaa @indrasishroy @iammony #Anirban pic.twitter.com/DQsmFesCoH
— Dev (@idevadhikari) January 26, 2020
পরিচালক ধ্রুব বন্ধ্যোপাধ্যায় জানিয়েছেন, ”নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর মতো একজন মানুষ, যাঁকে আমি প্রায় যুগপুরুষের জায়গায় বসাই। ওই সময় যাঁর হাত ধরে এতকিছু সব ঘটে গিয়েছে। সেটাই আমি আমার ছবিতে তুলে ধরতে চলেছি। আসলে কোথাও তো ওনাকে নিয়ে একটা বিস্মৃতির জায়গা তৈরি হয়েছে, সেইখান থেকেই আমার এই ছবিটি বানানোর কথা মাথায় এসেছিল। ওনার হাত ধরেই আমি বাঙালির হৃত গৌরব পুনরুদ্ধারের একটা চেষ্টা করতে চাই বলতে পারো।”
তবে তিনি বলেছেন তিনি কোনো বায়োপিক বা ডকুমেন্টরি বানাবেননা। তিনি নগেন্দ্র প্রসাদের জীবন কাহিনীটি সিনেমার গল্পের মতোই তুলে ধরবেন। সম্প্রতি দেব বাইচুং ভুটিয়ার থেকেও ফুটবল প্রশিক্ষন নিয়ে এসেছেন।
Here's looking back to the announcement this morning!#Golondaaj, inspired by the life of the iconic Nagendra Prasad Sarbadhikari, the Father of Indian Football.@idevadhikari @m_ishaa@indrasishroy @Shaurja @dhrubo_banerjee pic.twitter.com/q6STcUY1yL
— SVF (@SVFsocial) January 26, 2020