ছোট পর্দায় আসছেন মহিলা গোয়েন্দা দময়ন্তী

সিরিজটির পোষ্টার বেরোতেই দর্শক মহলে তীব্র সাড়া ফেলেছে। এবার শুধু পর্দায় আসার অপেক্ষা। ‘হইচই’ এ সিরিজটি আসতে চলেছে খুব শীঘ্রই।

Bengal Live ডেস্কঃ বইয়ের পাতা থেকে এবার ছোটোপর্দায় দময়ন্তী। বাংলা সাহিত্যে মহিলা গোয়েন্দার সংখ্যা কম নয়। কিন্তু পর্দায় সেই সংখ্যা হাতে গোনা। ব্যোমকেশ, ফেলুদার মতো আরও অনেক পুরুষ গোয়েন্দা চরিত্র রুপোলী পর্দায় স্থান পেলেও মহিলা গোয়েন্দারা সেভাবে কখনও উঠে আসেননি।

আমরা যারা গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসি তারা অনেক সময় প্রিয় চরিত্রগুলোকে পর্দায় দেখতে চাই। ‘মিতিন মাসি’, ‘রাঙ পিসি’ পর্দায় ঠাঁই পেলেও, মহিলা গোয়েন্দারা কোথাও যেন একটু কম সুযোগ পেয়েছেন নিজেদের তুলে ধরতে। এখন সেই অবশিষ্ট অংশকে পূরণ করতেই পর্দায় আসতে চলেছে মহিলা ডিটেকটিভ ফ্রাঞ্চাইজি ‘দময়ন্তী’।

নিখোঁজের তিনদিন পর নর্দমা থেকে উদ্ধার হল দেহ

চরিত্রের দময়ন্তী কেমন হবে? এ প্রশ্নের উত্তরে জানা গিয়েছে, ইতিহাস অধ্যাপক তিনি। কম্পিউটারের হ্যাকিংয়ে তীব্র মতিষ্ক তার। তিনি যেমন ঘরের সমস্যাগুলো খুব সহজে সমাধান করতে পারেন ঠিক তেমনই সমাধান করতে পারেন মনস্তাত্বিক জটিল কেসেরও।

এই সিরিজটির পোষ্টার বেরোতেই দর্শক মহলে তীব্র সাড়া ফেলেছে। এবার শুধু পর্দায় আসার অপেক্ষা। ‘হইচই’ এ সিরিজটি আসতে চলেছে খুব শীঘ্রই।

Exit mobile version