ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম আয়োজিত ২৬ তম ক্রিস্টাল অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো সুইজারল্যান্ডের দাভোসে। ভারতীয় হিসেবে একমাত্র সেই পুরষ্কার বিজেতা দীপিকা পাডুকোন।
Bengal Live ওয়েব ডেস্কঃ দীপিকা পাডুকোন মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য কাজ করছিলেন দীর্ঘদিন যাবৎ। সেই বিষয়ে কাজ করার জন্যই ২০২০ সালের ক্রিস্টাল অ্যাওয়ার্ড পুরষ্কার পেলেন তিনি। কেমন করে তিনিও মানসিক বিষাদগ্রস্থতায় দিন কাটিয়ে ছিলেন। সেখান থেকে কী উপায়ে নিজেকে বের করে এনেছিলেন, এই সব বিষয় গুলি অভিনেত্রী তুলে ধরেন তাঁর বক্তব্যে।
দীপিকা, ‘লিভ-লাভ-লাফ’ বলে একটি সংস্থার প্রতিষ্ঠাতা। যারা এই বিষয়টি নিয়েই কাজ করছে ক’বছর ধরে। তিনি বলেন, তার জীবন সংগ্রামই তাকে উৎসাহ দিয়েছে মানুষের মধ্যে এই মানসিক সচেতনতার জাগিয়ে তোলার কাজে ব্রতী হবার জন্য।
তিনি পুরষ্কার গ্রহণ অনুষ্ঠানে গিয়ে বলেন-” এই যেই মুহূর্তে আমি আমার বক্তৃতা দিচ্ছি সেই সময় গোটা বিশ্ব হারাচ্ছে একজন আত্মহত্যাকারীকে। বিশ্ব অর্থনীতিতে এই অবষাদ ও মানসিক অসুস্থতার প্রভাব প্রায় তিনলক্ষ ট্রিলিয়ন ডলারের মতো।”
তিনি আরও বলেও কিভাবে তিনি এই অবষাদ ও ভয় থেকে বেড়িয়েছিলেন। তার কথায় – ” অবষাদ একটি খুবই সাধারণ অসুস্থতা, এটা বোঝা খুব দরকারি যে মানসিক অবষাদ ও অসুস্থতা একটি অসুখ এবং তার চিকিৎসাও আছে। শুধু যা হয়েছে তা মেনে নেওয়া জানতে হবে। এই অসুখটিই আমায় এই ‘লিভ- লাভ -লাফ’, খুলতে অনুপ্রেরনা দান করে। সম্প্রতি দীপিকার ‘ছপাক’ একটি সিনেমা রিলিজ হয়েছে অ্যাসিড আক্রান্তদের নিয়ে ।