বিনোদন

ফের ভারতের মাটিতে ঝড় তুলবেন শ্রীলঙ্কান বোলার মুরলিথরণ, তৈরি হচ্ছে বায়োপিক

মহেন্দ্র সিং ধোনি, আজহারের পর এবার মুরলিথরণের বায়োপিক। বিশ্ব ক্রিকেটের সেরা এই শ্রীলঙ্কান বোলারকে নিয়ে ভারতে তৈরি হতে চলেছে বায়োপিক।

 

Bengal Live ডেস্কঃ ধোনি, আজহারের পর এবার মুথাইয়া মুরলিথরনকে নিয়ে বায়োপিক তৈরি হতে চলেছে ভারতে। ছবির নাম “800” (এইট হাণ্ড্রেড)। বোলারের চরিত্রে অভিনয় করতে চলেছেন বিখ্যাত অভিনেতা বিজয় সেতুপতি। ছবিটি পরিচালনা করবেন এম এস ত্রিপাঠী।

তাঁর হাতের বলে আছে অদ্ভুত এক ক্ষমতা। সেরা থেকে বিশ্ব সেরা ক্রিকেটারও তাঁর বলের সামনে টিকতে পারেননি। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ের প্রধান স্থপতি ছিলেন মুরলিথরণ। ডারেল হেয়ারের মতো আম্পায়ার যখন তাঁর পর পর বলকে নো বল ডেকে তাঁর কেরিয়ার শেষ করে দিতে চাইছিলেন, ঠিক তখনই এই বোলার ঘুরে দাঁড়ান। তাঁর এই সাফল্যের পেছনে ছিল তাঁর লড়াকু মানসিকতা। ২০১০ সালে শেষ টেস্ট খেলা পর্যন্ত তাঁর ঝুলিতে উইকেটের সংখ্যা ছিল ৮০০। তাঁর এই রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি।

এবার তাঁরই গল্প দর্শকের সামনে নিয়ে আসতে চলেছেন এম এস ত্রিপাঠী। তিনি জানান, মুরলিথরণের ৮০০ উইকেট নেওয়ার বিষয়টিকে ফোকাসে রেখেই তৈরি হতে চলেছে বায়োপিক “800” (এইট হাণ্ড্রেড)।

Related News

Back to top button