NBlive রায়গঞ্জঃ শুক্রবার সন্ধ্যায় রায়গঞ্জ রবীন্দ্রভবনে মঞ্চস্থ হল ত্রিবেণী নাট্য সংস্থা প্রযোজিত একক নাটক ” এবং আমি – নারী যখন অনবদ্য “। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা সাংবাদিক শংকর রায় রচিত ও নির্দেশিত এই একক নাটকের সূচণাপর্বে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা সহ বিশিষ্ট ব্যক্তিরা। নারী মনের অনুভূতি ও বর্তমান সামাজিক জীবনে নারীর অবস্থান ধরা পড়েছে এই একক নাটকে। সমাজে প্রতি পদে অবহেলিত হয় নারী।
নারীর অস্তিত্ব শুধুমাত্র কারোর মেয়ে, কারোর দিদি, কারোর স্ত্রী বা কারোর মা হিসেবেই প্রতিপন্ন করা হয়। সকলেই ভুলে যায় নারীর সত্তা। অমানবিক নির্যাতনে ভূলুণ্ঠিত হয় নারীর সম্মান…কেড়ে নেওয়া হয় বাঁচার অধিকারও। তাই সমাজের বিষধর কিছু মানুষদের মাঝে থেকেও এক সুশিক্ষিত নারী তার পরমাত্মার সাথে মিলে সেই সব মানুষদের বিষহীন করার শপথ নেয়। “এবং আমি” তে পরমাত্মাই সেই ‘এবং’ যার দেখানো পথে অগ্রসর হয়ে অশুভ শৃঙ্খল ভেঙে নারী তার অস্তিত্ব খুঁজে পাবে। মিলে যাবে পরমাত্মার সাথে । সবমিলিয়ে প্রকাশিত হবে অনবদ্য নারী। এই একক নাটকে পিয়ালী সিনহার অভিনয় মন ছুঁয়েছে সকলের।