বেঙ্গল লাইভ Special
আপনার ভোট ঠিক জায়গায় পড়ল কিনা বুঝবেন কিভাবে ? জানুন ভিভি প্যাটের ব্যবহার
ভিভি প্যাট কী ? জানুন এর ব্যবহার। নির্বাচন কমিশন জানাচ্ছে, এই যন্ত্রের ব্যবহারেই আপনি নিশ্চিত হতে পারবেন, আপনার ভোটটি আপনার পছন্দের প্রার্থীর ঘরেই পড়ল কিনা।
Bengal Live রায়গঞ্জঃ ভিভি প্যাট হল ভোটার ভেরিফিবেল পেপার অডিট ট্রেইল। এটি একটি যন্ত্র যা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ই ভি এম) সাথে যুক্ত থাকে। এই যন্ত্রটি ভোটারকে তাঁর ভোট সুনিশ্চিত করতে সাহায্য করে।
ভিভি প্যাট হল ভোট দাতাদের ভোট যাচাই করার জন্য চিরকুট। ইভিএম-এ ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে ভিভি প্যাট-এর পর্দায় একটি মুদ্রিত চিরকুট ৭ সেকেন্ডের জন্য দেখতে পাবেন ভোটাররা। এই চিরকুটে থাকবে ভোটার তাঁর নিজের পছন্দের যে প্রার্থীকে ভোট দিলেন সেই প্রার্থীর নাম, প্রতীক চিহ্ন ও ক্রমিক সংখ্যা। ফলে আপনার ভোটটি নিজের বাছাই করা প্রার্থীকেই দেওয়া হল কিনা তা যাচাই করে নিশ্চিত হতে পারবেন।
- ইভিএম এর ব্যালট ইউনিটে নীল বোতামটি টিপে প্রথমে ভোট দিন।
- এরপর ভিভি প্যাট এর পর্দায় মুদ্রিত কাগজটি যাচাই করুন।
- এই পদ্ধতিতে রয়েছে ভোটদানের নিশ্চিত গোপনীয়তা।