বেঙ্গল লাইভ Special

আজও রায়গঞ্জের দাস বাড়িতে গ্রামোফোন চলে, রেকর্ড বাজে

সময়ের সাথে সাথে সবকিছু বাতিল হয়ে গেলেও বিজয় বাবুর গ্রামোফোনটি এখনও রয়েছে খোস মেজাজে।

 

Bengal Live রায়গঞ্জঃ যেই সময় শুধু মাত্র ভয়েস কমান্ডেই ইচ্ছেমতন গান শোনার আবদার মেটায় প্রযুক্তি, ঠিক সেই সময়েই অতীতকে আঁকড়ে বেঁচে রয়েছেন রায়গঞ্জের বিজয় দাস। উকিলপাড়া নিবাসী বিজয় বাবু এখনও নিয়মিত গান শোনেন কাঠের কল, ফনোগ্রাফ অথবা গ্রামোফোনেই। উন্নতি প্রযুক্তি এখনও পেরোতে পারেনি দাস বাড়ির চৌকাঠ।

বাবার অত্যাচারের ভয়ে আত্মঘাতী হল এক স্কুলছাত্রী

পেশায় সরকারি কর্মচারী বিজয় বাবুর বয়স এখন প্রায় ৮৪। বছয় কয়েক আগে স্ত্রী বিয়োগ হয়েছে তাঁর। কর্মসূত্রে সন্তানেরা থাকেন শহরের বাইরে। ফলে বিজয় বাবুর দিনের বেশিরভাগ সময়ই কাটে একা। দ্বিতল বাড়ির প্রতিটি ছত্রেই রয়েছে সৌখিনতার ছোঁয়া। কাঠের ঘোড়া, মাটি, ধাতব মূর্তি রয়েছে ঘরের বিভিন্ন কোনে। আসবাবপত্রেও রয়েছে অতীতের ছায়া। এই সবকিছুর মাঝে চোখে পড়ার মতন বিষয় হলো বিজয় বাবুর পুরানো গ্রামোফোন।

১৫ অগাস্ট ১০ পুলিশ আধিকারিককে সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী, কারা রয়েছেন তালিকায়?

৭০ ও ৮০-এর দশকের দোরগোড়ায় শহরেরই একটি দোকান থেকে গ্রামোফোনটি কিনে ছিলেন বিজয় দাস। সাগর সেন, মীরার ভজন, হীরক রাজার দেশে, নাজিয়া হাসান, দেবব্রত বিশ্বাস আরও কত কী রেকর্ড রয়েছে তাঁর কালেকশনে। সময়ের সাথে সাথে সবকিছু বাতিল হয়ে গেলেও বিজয় বাবুর গ্রামোফোনটি এখনও রয়েছে খোস মেজাজে। মাঝে একবার অবশ্য গ্রামোফোনের পিন ভেঙে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছিলেন বটে, তবে রাজধানী থেকে সেই পিন আনিয়ে সারিয়ে তুলেছেন পছন্দের কাঠেরকল-কে।

টাইপিং স্কুল থেকে চায়ের দোকান, বদলে গিয়েছে বংশী দার জীবন সংগ্রাম

Related News

Back to top button