ইমোজির মানে না বুঝে ব্যবহার ? সাবধান ! ইমোজির পেছনে যৌনতার ব্যঞ্জনা
আমরা সকলেই মনের ভাব প্রকাশ করতে আজ কাল ইমোজির ব্যবহার করে থাকি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ইমোজি এলো কোথা থেকে? চলুন আজ জেনে নেওয়া যাক ইমোজির ইতিহাস।
মেসেঞ্জারেও আর ইচ্ছে মতো ফরওয়ার্ড করা যাবে না মেসেজ, কেন জানেন ?
Bengal Live স্পেশালঃ এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ছবি গুলো পর্দার ওপাড়ে থাকা মানুষটার কাছে আমাদের মনের ভাব খুব সহজে প্রকাশ করে এটির উদ্ভব স্থান জাপান। ইমোজি একটি জাপানি শব্দ যার অর্থ ‘ক্ষুদ্র চিত্র লিপি’। ইমোজির প্রথম পথ চলা ১৮৮১ সালে একটি ম্যাগাজিনের হাত ধরে। তারপর প্রায় ১০০ বছর বাদে ১৯৮২ সালে প্রথম আসে ডিজিটাল ইমোজি। ১৯৮৬ সালে জাপানে শুরু হয় কাওমোজি। এটা সাধারণত চিহ্ন দিয়ে তৈরি হয় যেমন। (-_-)
এভাবেই দীর্ঘ পথ পাড়ি দেবার পর ৯০ এর দশকে ইমোজি নতুন রূপ পায়। প্রথমে ইমেজির ইউনিকোড না থাকায় এক মোবাইলের ইমোজি অন্য মোবাইলে দেখা যেত না। তারপর ২০১০ সালে তৈরি হয় ইমোজির ইউনিকোড। এর ফলে যেটুকু সমস্যা ছিল সেটুকুও চলে গেল।
সেবকে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন কালিম্পং, সিকিমের সাথে
প্রথম ইমোজি ১৯৯২ সালের ৯ সেপ্টেম্বরের বেলা ১১ টা বেজে ৪ মিনিটে পাঠানো হয়। আমরা এখন ৩৩০৪ টি ইমোজির মালিক।
মনের ভাব প্রকাশ করতে আমরা সচরাচর এখন ইমোজির ব্যবহার করি। মোবাইলের দুই প্রান্তে বসে থাকা দুটো মানুষের মনের অবস্থা ঠিক কেমন তা লেখার মাধ্যে অনেক সময় বোঝানো যায় না। তখন তারা ইমোজি ব্যবহার করেন। তবে আমরা অনেক সময়ই আসল মানে না জেনেই অনেক ইমোজি ব্যবহার করে থাকি। হয়তো সেই ইমোজির আসল মানে জানতে পারলে আমরা লজ্জায় ভেঙে পড়বো কিংবা অবাক হবো। চলুন বহু ব্যবহৃত এমনই ১০ টি ইমোজির আসল মানে দেখে নেওয়া যাক।
গরম জল পান করলে কী কী উপকার হয় ?
এইযে সুন্দর ফলটি দেখছেন, এটির আসল মানে নিতম্ব। অথাৎ আপনি এটি ফল ভেবে ভুল করতেই পারেন।
আপনি এটিকে আশীর্বাদ দেওয়া ভাবতে পারেন। তবে এটির আসল অর্থ জড়িয়ে ধরা।
হতে পারে আপনি এটিকে ভেঙ্চি কাটা অর্থে ব্যাবহার করে থাকেন। তবে এটি দিয়ে ওরাল সেক্স অর্থ বোঝানো হয়।
এটি চোখ ছলো ছলো ইমোজি লাগলেও, এটির আসল অর্থ যৌন সঙ্গমের ইচ্ছা প্রকাশ করতে ব্যবহার করা হয়।
আপনি ভাবতে পারেন এই ইমোজিটিকে জলের ফোটা হিসেবে ব্যবহার করা হয়। তবে আপনি কি জানের এটার আসল মানে কী? এই ইমোজিটির আসল মানে একটু স্যাটিসফাইং অর্গ্যাজম।
এটা দিয়ে হয়তো আপনি একটি সাধারণ মুরগিকে বোঝান। তবে এটি দিয়ে আসলে পুরুষের যৌনাঙ্গ বোঝানো হয়
হঠাৎ কিছু অদ্ভুত হয়ে গেলে আপনি বোধহয় এই ইমোজিটা ব্যবহার করেন। তবে এটির মাধ্যমে খুব সাধারণ একটি অর্থ বোঝানো হয়, আর সেটি হলো OK
হতে পারে এই ইমোজির মাধ্যমে আপনি একসাথে আনন্দ বা খুশি উৎযাপন বোঝাচ্ছেন। তবে এটির আসল অর্থ খরগোশ কানওয়ালা মেয়ে। এখানে যৌনতার প্রতীক। মেয়েদের সেক্স অ্যাপিল বোঝাতেই এর ব্যবহার।
এটির ব্যবহার আমরা খুব করে থাকি লজ্জা অর্থে। তবে এটির আসল অর্থ একটু আলাদা। এটির দ্বারা ‘আমি কখনো খারাপ দেখিনা’ এটি বোঝানো হয়।
এটি অনেকেই পার্টি করার প্রতীক হিসেবে ব্যবহার করে। তবে আপনি জানলে অবাক হবেন এটির আসল মানে নৃত্যশিল্পী।