NBlive রায়গঞ্জঃ পছন্দ মতন প্রার্থীকে ভোট দিন। NOTA- য় ভোট নয়। এমন দাবী তুলে লোকসভা ভোটের মুখে প্রচারে নামলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। লোকসভা নির্বাচনের প্রাক্কালে দেওয়াল লিখন, পথ নাটিকা, লিফলেট বিলি করে NOTA – র বিরুদ্ধে প্রচার শুরু করল বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা। ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামে দেওয়াল লিখন, পথ নাটক সহ একাধিক উপায় অবলম্বন করে NOTA -র বিরুদ্ধে প্রচারে নেমেছে সংগঠনের সদস্যরা বলে জানিয়েছেন এবিভিপির জেলা সংযোজক অসীম কুমার দে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসীম বাবু বলেন, ভারতকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ১০০ শতাংশ ভোটদান করার জন্য প্রচার করছি আমরা। পাশাপাশি, NOTA -য় ভোট নয় এমন প্রচারও করছি। মানুষকে সচেতন করতে এই বিষয়ে দেওয়াল লিখন, পথসভা, পথ নাটক, সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে প্রচার চালাচ্ছি। তবে NOTA – য় আপত্তি কেন? অসীম বাবু এই প্রশ্নের উত্তরে বলেন, আমাদের মনে হয়েছে NOTA রাষ্ট্রহিতের কোনও কাজে লাগেনা। ফলে NOTA -য় ভোট নয়, পছন্দ মতন প্রার্থীকে ভোট দিন।