জিএসটির গরমিল, উত্তরবঙ্গে গ্রেপ্তার কলকাতার ব্যবসায়ী

ধৃত ব্যবসায়ীর প্রায় ৩২ কোটি টাকা জিএসটিতে গরমিল পেয়েছেন তদন্তকারীরা।

 

Bengal Live শিলিগুড়িঃ জিএসটিতে বড়সড় গরমিলের অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার কলকাতার ব্যবসায়ী। গ্রেপ্তার করল সিজিএসটি বিভাগ।

গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীর নাম প্রমোদ কুমার বেরিওয়াল। তিনি কলকাতার বাসিন্দা। জানা গিয়েছে, দেশের নানা প্রান্তে বিভিন্ন কোম্পানি রয়েছে ওই ব্যবসায়ীর। তদন্তকারীদের অভিযোগ, প্রায় ৩২ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন এই ব্যবসায়ী।

জিএসটি গরমিলের বিষয়টি নজরে আসতেই তদন্তে নামে সিজিএসটি বিভাগ। এরপর শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ওই ব্যবসায়ীকে ।

এই প্রসঙ্গে সিজিএসটির সরকারি পক্ষের আইনজীবী রতন বণিক জানিয়েছেন, প্রমোদ কুমার বেরিওয়াল জিএসটিতে যে ৩২ কোটি টাকার গরমিল করেছেন তা পেনাল্টি সহ প্রায় ৫০ কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। উত্তরবঙ্গে এই প্রথম এত বড় জিএসটি গরমিলের ঘটনা সামনে এসেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে সিজিএসটি বিভাগ।

Exit mobile version