Archiveরায়গঞ্জ

BIG BREAKING রায়গঞ্জে গুলির আঘাতে মৃত্যু হলো তৃণমূল কর্মীর

 

NBlive রায়গঞ্জঃ এই মুহূর্তে সব থেকে বড় খবর। পঞ্চায়েত নির্বাচনে রায়গঞ্জে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। সোমবার সকালে রায়গঞ্জ ব্লকের ১০ নম্বর মাড়াইকুড়া এলাকায় দুষ্কৃতীদের গুলিতে জখম হয়ে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন অমৃত সাহা নামে একজন। এরপর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বেশ কয়েকঘন্টা চিকিৎসাধীন থাকার পর অবশেষে এদিন বিকেল পাঁচটায় মৃত্যু হয় তাঁর। সরকারি ভাবে এখনও এই ঘটনা জানানো না হলেও হাসপাতাল সূত্রে এই খবর জানা গিয়েছে।

আরও পড়ুনঃ রায়গঞ্জে গুলির আঘাতে মৃত্যু হল তৃণমূল কর্মীর

সোমবার সকালে রায়গঞ্জের ১৬ নম্বর অংশ দেবীতলায় আচমকা একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। ওই এলাকার তৃণমূল প্রার্থী শিখা সাহা অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ ভাবেই ভোট চলছিল। কিন্তু আচমকাই তৃণমূলের পতাকা নিয়ে একদল দুষ্কৃতী মুখ বেধে এসে বোমাবাজি করে ও গুলি চালায়। তৃণমূলের পতাকা থাকলেও দুষ্কৃতীরা তৃণমূলের কেউ নয় বলে জানান তিনি।

আরও পড়ুনঃ চোপড়ায় পুলিশের গাড়ী ভাংচুর ও ব্যালট বক্সে আগুন।

Related News

Back to top button