NBlive রায়গঞ্জঃ চিটফান্ডে প্রতারিতদের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে এবং দোষীদের গ্রেপ্তারের দাবী জানিয়ে রায়গঞ্জে বিক্ষোভ মিছিল করল উত্তর দিনাজপুর জেলা সিপিএমের রায়গঞ্জ শহর লোকাল কমিটি। বুধবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহর পরিক্রমা করে রেল স্টেশন লাগোয়া ট্যাক্সি স্ট্যান্ডে শেষ হয় মিছিলটি। জেলা সিপিএম সম্পাদক অপূর্ব পাল বলেন, ভোট এলেই সিবিআই-এর ধরপাকড় শুরু হয়। শুধু সিবিআই জুজু না দেখিয়ে চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরত দিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এদিন এই দাবীতেই রায়গঞ্জে ‘চোর ধরো জেল ভরো’ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বলে জানিয়েছেন অপূর্ব বাবু।