Archiveরায়গঞ্জ

হেমতাবাদে সিপিএম নেতার উপর হামলার অভিযোগ, পথ অবরোধ

NBlive রায়গঞ্জঃ হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সিপিএমের প্রাক্তন সভাপতিকে মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত অবস্থায় সিপিএম নেতা চিকিৎসাধীন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার পর প্রতিবাদে পথ অবরোধ হেমতাবাদের চৈনগরে।

আহত ওই সিপিএম নেতার নাম সৈদুর রহমান। জানা গেছে, বৃহস্পতিবার রাতে জোট প্রার্থীর হয়ে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন ওই নেতা। অভিযোগ, সেই সময় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ওই নেতাকে বেধরক মারধর করে। পথ আটকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোট প্রার্থীর হয়ে প্রচার না করার হুমকিও দেওয়া হয়।

মারধর করার পাশাপাশি আগ্নেয়াস্ত্র দিয়ে ওই নেতার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ সিপিএমের। এই ঘটনার পরই শুক্রবার সকাল থেকে চৈনগর এলাকায় পথ অবরোধে সামিল হয় জোট সমর্থকেরা। ঘটনাস্থলে পৌঁছেছে হেমতাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। আহত ওই নেতাকে প্রথমে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও পরে তাঁকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ অস্বীকার করে তৃণমূল।

Related News

Back to top button