NBlive রায়গঞ্জঃ সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোষ্ট করায় অপমানে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক নাবালিকার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার লক্ষ্মণীয়া হাজিপাড়ায়। রায়গঞ্জ থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে দশম শ্রেণিতে পাঠরত ওই নাবালিকার প্রতি আসক্তি দেখায় অভিযুক্ত। কিন্তু তাতে কোনও আমল না দেওয়ার কারণেই অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করার হুমকি দিতে থাকে অভিযুক্ত। এরপর গত ২৯ জুন ওই নাবালিকার এক পরিজনের ফোনে তৈরি করা একটি অশ্লীল ছবি পাঠায় অভিযুক্ত। আর তাতেই অপমানিত হয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে নাবালিকা।
প্রথমে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন শিলিগুড়ি থেকে পুরোপুরি সুস্থ হয়ে এসেই রায়গঞ্জ থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। এদিকে একই গ্রামের বাসিন্দা হলেও অভিযুক্ত যুবক দিল্লিতে কর্মরত। এছাড়াও ঘটনার পর থেকেই পলাতক সে । রায়গঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।