Archiveপোর্টজিন

সুভান ও অরবিন্দ বর্মনের কবিতা

Nblive পোর্টজিনঃ

মুখ
সুভান

ছায়া সরে যাচ্ছে কোথাও…
শহরের দিকে যত জনপদ
হিম হয়ে তামাসা দেখায়
আমাদের খিদে লাগা ত্বক
রাষ্ট্রের খিদমতে নাচে
শব্দ হারালে শুধু কঙ্কালসার
হাততালি হেসে ওঠে, কাচে
তার কবে কার লাশকাটা
রক্ত ছড়ানো…
এভাবে কীভাবে আর রাষ্ট্র
বলো মুখ দেখি নিজের…

আপেল,আপেল এবং আরও আরও
অরবিন্দ বর্মন

এই আপেল খোলা না
যে কোনো ঘুঙুরপাশ লাগে
ফল থেকে
নিরুত্তর থেকে যেতে চাই
কারো কারো সুস্থ চাঁদ নেমে আসে
আপেল খুলে পড়া ভালো
ভাঙ্গা বাতাসে
কেউ ঘুম ছুঁড়ে দিচ্ছে
বন,ছায়া ও বিয়েবাড়ির ভেতর
কোথাও কি আপেল ডেকে উঠল সাদা
আপেলের শ্রুতি
আপেলের স্তর
বলা হোক এটি একটি অলীক আপেল
বলা হোক এটি একটি অলীক যুবতী

Related News

Back to top button