NBlive রায়গঞ্জঃ সরস্বতী পূজার মুখে উত্তরবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা। রাজ্যজুরেই বৃষ্টির সম্ভাবনার কথা হাওয়া অফিস জানালেও প্রভাব বেশি পড়বে উত্তরবঙ্গেই। অন্তত এমনটাই দাবী আলিপুর আবহাওয়া বিভাগের। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, কাশ্মীর হিমাচল প্রদেশের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। পাশাপাশি পুবালি বাতাসের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প বায়ুমন্ডলে ঢুকছে। ফলে নেপাল থেকে ছত্তিসগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে চলেছে। যার জেরেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে। এবং উত্তরবঙ্গের জেলা গুলি সহ মুর্শিদাবাদ পর্যন্ত এর প্রভাব থাকবে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। তবে সরস্বতী পূজার দিন আবহাওয়ার কিছুটা উন্নতি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।