Archiveরায়গঞ্জ

সরকারি বাস ভাঙচুর রায়গঞ্জে, ঘটনাস্থলে পুলিশ

NBlive রায়গঞ্জঃ সরকারি বাস ভাঙচুর রায়গঞ্জে। কসবা মোড় লাগোয়া ৩৪ নম্বর জাতীয় সড়কে ও রূপাহারে দুটি সরকারি বাস ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বনধ সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানচলাচল বন্ধ হয়ে যায় জাতীয় সড়কে।

ধর্মঘটের সকালে জোড় করে যানচলাচল বন্ধ করার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। সরকারি, বেসরকারি পরিবহন চলাচলে বাধা প্রদান জেলা বিজেপি কার্যালয়ের সামনে।খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। রায়গঞ্জ থানার আইসি, ডিএসপি ও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছে বনধ সমর্থকদের রাস্তা থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

এদিন সকালে ধর্মঘটের সমর্থকদের রাস্তায় নামতে দেখা না গেলেও বেলা বাড়তেই বিজেপির জেলা কার্যালয়ের সামনে বেশ কিছু কর্মী সমর্থকদের গাড়ি চলাচলা বাধা প্রদান করতে দেখা যায়। সরকারি বাস থেকে বেসরকারি পরিবহন আটকে দেন বনধ সমর্থকরা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কোনও রকম বচসায় জড়াতে দেখা যায়নি কাউকে। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। তাঁরা পৌঁছে রাস্তা থেকে বনধ সমর্থকদের সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

Related News

Back to top button