NBlive হেমতাবাদঃ সিপিএম নেতা তথা হেমতাবাদ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতির উপরে হামলার প্রতিবাদে হেমতাবাদে প্রতিবাদ মিছিল বাম-কংগ্রেসের। সন্ত্রাস বিরোধী নাগরিক মঞ্চের ব্যানারে শুক্রবার বিকেলে হেমতাবাদে প্রতিবাদ মিছিলে পা মেলান সাধারণ নাগরিকদের পাশপাশি জোট প্রার্থীরাও।
প্রতিবাদ মিছিল থেকে জেলা তৃণমূল নেতা গৌতম পালের গ্রেফতারের দাবী তোলেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, হেমতাবাদের জেলা পরিষদ আসনে প্রার্থী হয়েছেন তৃণমূল নেতা গৌতম পালের স্ত্রী পম্পা পাল। আর ওই প্রার্থীকে জয়ী করার উদ্দেশ্যেই গৌতম পালের দুষ্কৃতী বাহিনী এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। আন্দোলনকারীদের দাবী, সুষ্ঠ ভাবে নির্বাচন হলে তৃণমূল এই এলাকায় জয়ী হবেনা। পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই সন্ত্রাস করে ভোট জিততে চাইছে তৃণমূল।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে জোট প্রার্থীর হয়ে প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন সিপিএম নেতা সইদুর রহমান। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতী বাহিনী জোট প্রার্থীর হয়ে প্রচার না করার হুমকি দেয় তাঁকে। আগ্নেয়াস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এরপরেই শুক্রবার বিকেলে হেমতাবাদ বাসস্ট্যান্ডে জমায়েত হয় শতাধিক কং-সিপিএমের নেতাকর্মীরা। মিছিল শেষে হেমতাবাদ ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।