Archiveরায়গঞ্জ

শ্লীলতাহানি, কটূক্তি রুখতে সাদা পোষাকে নজরদারি রায়গঞ্জ মহিলা থানার পুলিশের

NBlive রায়গঞ্জঃ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, সিনেমা হল সহ রায়গঞ্জের জনবহুল এলাকা গুলিতে এবার নজরদারি চালাবে সাদা পোষাকের মহিলা পুলিশ। শ্লীলতাহানি, মহিলাদের কটূক্তি রুখতে এই পদক্ষেপ গ্রহণ করল রায়গঞ্জ মহিলা থানা।

 

সাদা পোষাকের মহিলা পুলিশের পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমেও শহরজুড়ে নজরদারি চালাবে মহিলা থানার পুলিশ। জানা গেছে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, সুরেন্দ্রনাথ কলেজ, গার্লস স্কুল, বাজার,শপিং মল, পার্কের সামনে সহ একাধিক স্থানে যুবতী সেজেই নজরদারি চালাবে মহিলা পুলিশ।

 

 

বেশ কিছুদিন থেকেই মহিলাদের কটূক্তি ও শ্লীলতাহানির অভিযোগ আসছিল পুলিশের কাছে। বিশেষ করে বাইক চালক, টোটো চালকদের বিরুদ্ধেই এই অভিযোগ জমা পুলিশের কাছে। এরপরেই শহরের মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ গ্রহণ করেছে মহিলা থানার পুলিশ।

 

 

উল্লেখ্য, চলতি মাসেই রায়গঞ্জের পুরবাস স্ট্যান্ড এলাকায় এক টোটো চালকের বিরুদ্ধে মূক ও বধির এক ছাত্রীকে কটূক্তি করার অভিযোগ ওঠে। টোটো চালকের বিরুদ্ধে অশালীন আচরণ করার অভিযোগ এনে পথ অবরোধ ও থানায় বিক্ষোভও দেখান ছাত্র-ছাত্রীরা। অভিযোগ পেতেই অভিযুক্য টোটো চালককে গ্রেফতার করে পুলিশ।

 

এই বিষয়ে মহিলা থানার ওসি শাশ্বতী কর্মকার বলেন, শহরের মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই রায়গঞ্জের বিভিন্ন স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় সহ পার্ক, সিনেমা হল, বাজারঘাটের সামনে যুবতী সেজে নজরদারি চালাবে মহিলা থানার পুলিশ। পাশাপাশি নজরদারি চালানো হবে সিসি ক্যামেরার মাধ্যমেও।

 

Related News

Back to top button