NBlive রায়গঞ্জঃ সন্দেহজনক বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে। সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুল সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর জলের মধ্যে পড়ে থাকতে দেখা যায় সন্দেহজনক বোমাটি। উদ্ধার হওয়া বস্তুটি আদৌ বোম কিনা তা জানতে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। ঘটনাস্থলে রয়েছেন রায়গঞ্জ থানার আইসি সহ ট্রাফিক পুলিশের কর্তারা।