NBlive শিলিগুড়িঃ গত ২৪ ঘন্টার টানা শিলা বৃষ্টির কারণে উত্তরবঙ্গের কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। উত্তরবঙ্গে আটজেলার মধ্যে সবথেকে বেশি ক্ষতি হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও মালদা জেলায়। অন্যান্য খাদ্যশস্যের ক্ষতি হলেও বিশেষ করে ভুট্টা, ধান ও আম চাষে সব থেকে বেশি ক্ষতি হয়েছে।
ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকার বেশি। শুক্রবার শিলিগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানে এসে ক্ষতির পরিমাণ জানিয়েছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শিলাবৃষ্টিতে ক্ষতি হবার পুরো বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তার পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত চাষীদের কোনরকম সাহায্য করা যায় কিনা সেই বিষয়টিও দেখা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।
এদিন মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ২৪ ঘণ্টার শিলাবৃষ্টিতে কৃষিক্ষেত্রে একটা বড় ক্ষতি হয়েছে। ইতিমধ্যে প্রত্যেক ব্লকের বিডিও ও এসডিওদের এ বিষয়ে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সার্ভে রিপোর্ট জমা পরলে ক্ষতির পরিমাণটা নিশ্চিতভাবে বলা সম্ভব। আধিকারিকরা রিপোর্ট জমা দিলেন রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা সে বিষয়টি অবশ্যই দেখা হবে। কৃষি ক্ষেত্রে ক্ষতির পাশাপাশি অনেক সাধারণ মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়টিও আমরা আধিকারিকদেরকে জানানোর জন্য নির্দেশ দিয়েছি বলে জানিয়েছেন মন্ত্রী।