NBlive চোপড়াঃ তৃণমূলের ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকার মাঝিয়ালি গ্রামপঞ্চায়েত এলাকার নারায়নপুর গ্রামে। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। অবরোধের জেরে চোপড়া- দাসপাড়া সড়কে বন্ধ হয়ে যায় যানচলাচল। স্থানীয় তৃণমূল নেতা কুবেদ আলি অভিযোগ করে বলেন, ভোটে হেরে যাওয়ার কথা জেনেই তৃণমূলের ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলেছে কংগ্রেস ও বিজেপি। ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ এসে তদন্তের আশ্বাস দিলে দুইঘন্টা পরে অবরোধ তুলে নেয় তৃণমূল কংগ্রেস।