রায়গঞ্জ হাসপাতালের ভিতরে ধূমপান, অভিযুক্ত চিকিৎসক, ভাইরাল ভিডিও

NBlive রায়গঞ্জঃ সুপার স্পেশালিটি হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগের করিডোরে এক চিকিৎসকের ধূমপান করার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। চিকিৎসকের ধূমপান করার ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে জেলা জুড়ে। ঘটনাকে নিয়ে চরম অস্বস্তিতে জেলা স্বাস্থ্য দপ্তর। ওই চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা।

জানা গিয়েছে, সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, হাতে স্যালাইনের চ্যানেল রয়েছে এমন এক ব্যক্তি ওয়ার্ডের করিডোরে চেয়ারে বসে ধূমপান করছেন। খোঁজ নিয়ে জানা যায়,  ওই ব্যক্তি হাসপাতালেরই চিকিৎসক। আকুপাংচার বিভাগে কর্মরত তিনি। ব্যক্তির পরিচয় জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে শুরু হয় জোড় বিতর্ক।

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ জেলা হাসপাতালের আকুপাংচারের চিকিৎসক রজত দেবনাথ নিজের শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। তিনি পুরুষ মেডিসিন বিভাগে রয়েছেন। অভিযোগ, চিকিৎসাধীন অবস্থাতেই হাসপাতালসের ওয়ার্ডের করিডোরে ধূমপান করেছেন তিনি। এই বিষয়ে যদিও রজত বাবু কিছু বলতে চান নি।

তবে  উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা জানিয়েছেন,  একজন চিকিৎসক হয়ে হাসপাতালের ভেতরে ধূমপান করে খুবই অন্যায় করেছেন তিনি। বিভাগীয় তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রকাশ বাবু। পাশাপাশি রজত বাবুর বিশেষ চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তিনি বলেন, প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে আকুপাংচারের চিকিৎসক রজত দেবনাথের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

Exit mobile version