Archiveরায়গঞ্জ

রায়গঞ্জ পুরবাস স্ট্যান্ড থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলা

NBlive রায়গঞ্জঃ মানসিক ভাবে বিপর্যস্ত এক মহিলাকে রায়গঞ্জ পুরবাস স্ট্যান্ড থেকে উদ্ধার করল মহিলা থানার পুলিশ। উদ্ধার হওয়া মহিলাকে চা জল খাবার খাইয়ে রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে পুরবাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বেসরকারি বাসের ভেতরে মানসিক ভাবে বিপর্যস্ত অবস্থায় বসে ছিলেন ওই মহিলা।

স্থানীয়দের চোখে ঘটনাটি ধরা পড়লে ওই মহিলাকে উদ্ধার করার জন্য রায়গঞ্জ থানায় খবর দেওয়া হয়। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ মহিলা থানার ওসি শাশ্বতী কর্মকার।

তিনি বলেন, এক অজ্ঞাত পরিচয় মহিলা বাসের ভেতরে বসে থাকার খবর পেয়ে আমরা তাঁকে উদ্ধার করি। চা জলখাবার খাইয়ে তাঁকে চিকিৎসার জন্য রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানসিক ভাবে বিপর্যস্ত থাকায় ওই মহিলার পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি বলেও জানান ওসি শাশ্বতী কর্মকার।

Related News

Back to top button