Archiveবিনোদন

রায়গঞ্জে শুরু হলো উত্তরবঙ্গে প্রথম খোলা আকাশের নীচে নাট্যোৎসব

Nblive রায়গঞ্জঃ উত্তরবঙ্গে প্রথম খোলা আকাশের নীচে নাট্যোৎসব আয়োজন করলো রায়গঞ্জ তরুণ নাট্য সমাজ। রায়গঞ্জ স্টেশন ময়দানে অনুষ্ঠিত এই নাট্যোৎসবে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হল নাট্যোৎসবের প্রথম পর্ব। মুখোশের মোড়ক খুলে নাট্যোৎসবের উদ্বোধন করেন নাট্যকার সুভাষ মজুমদার। সংস্থার সদস্য সাগ্নিক বন্দ্যোপাধ্যায়ের গান ও সংস্থার সভাপতি অরূপ মিত্রের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব।

আজ ছিল উৎসবের প্রথম দিন। রায়গঞ্জ তরুণ নাট্য সমাজের প্রযোজনা “কথা বলা লাশ”, জলপাইগুড়ি রূপায়ণ প্রযোজিত নাটক “মানুষ” এবং রায়গঞ্জ বিবেকানন্দ নাট্য চক্র প্রযোজিত নাটক “মড়া” পরিবেশিত হল রায়গঞ্জ স্টেশন ময়দানে।

খোলা আকাশের নীচে এই নাট্যোৎসবকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছিল উৎসাহ। সৌমিত্র চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন, কৌশিক ঘোষ, ললিত কোনারের মতো অভিনেতারা শুভেচ্ছাবার্তা জানিয়ে এই নাট্যোৎসবের পাশে দাঁড়িয়েছিলেন। পাশে ছিলেন কবি মন্দাক্রান্তা সেন, কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কবি সুতপা সেনগুপ্ত। শুভেচ্ছা জানিয়েছেন কৌতুকাভিনেতা অতনু বর্মনও।

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের শিল্পী, সাধারণ মানুষ মানসিক ও অর্থনৈতিক ভাবে পাশে এসে দাঁড়িয়েছেন এই আয়োজনের। সংস্থার অন্যতম সদস্য অসীম দাস জানিয়েছেন, “তরুণ নাট্য সমাজ এই উদ্যোগ নিয়েছে ঠিকই, কিন্তু দুদিনের এই নাট্যোৎসব সফল করার দায়িত্ব নিয়েছেন সাধারণ মানুষ। তাঁদের আর্থিক ও মানসিক সমর্থন ছাড়া এই উদ্যোগ অসম্ভব ছিল। আমরা সংস্থার পক্ষ থেকে মানুষকে সেলাম জানাই।”

আগামীকাল ১১ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০টায় রায়গঞ্জ স্টেশন ময়দানে নাট্যোৎসবের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনেও অনুষ্ঠিত হবে তিনটি নাটক। সাধারণ মানুষের এত সংখ্যায় উপস্থিতিই নাট্যোৎসবের সাফল্যের ছবি পরিষ্কার করে দিয়েছে। উত্তরবঙ্গে এই প্রথম খোলা আকাশের নীচে নাট্যোৎসবের ব্যতিক্রমী সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন উত্তরবঙ্গের সাধারণ মানুষ।

Related News

Back to top button