NBlive রায়গঞ্জঃ শহরের রাস্তায় আস্তানা গরু ও ষাঁড়দের। যখন তখন থমকে যাচ্ছে যানবাহনের গতি। দুর্ঘটনাও ঘটছে কখনও কখনও। এবারে এইসব গবাদি পশুদের খোঁয়াড় বন্দি করে রাস্তা সচল রাখার উদ্যোগ নিল রায়গঞ্জ পুরসভা। ইতিমধ্যেই খোঁয়াড় তৈরির কাজ শুরু করা হয়েছে। রায়গঞ্জ বন্দর শ্মশান সংলগ্ন পুরসভার নিজস্ব জমিতে তৈরি করা হচ্ছে এই খোঁয়াড়।
রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস বলেন, চতুর্দশ এফসি ফান্ডের ৬ লক্ষ ২২ হাজার টাকা খরচ করে এই খোঁয়াড় তৈরি করা হচ্ছে। রায়গঞ্জবাসীর কথা মাথায় রেখে দুর্ঘটনা ও যানজট মুক্ত শহর গড়তেই এই উদ্যোগ বলে জানান সন্দীপ বাবু।
রায়গঞ্জ শহরের ইন্সটিটিউট থেকে রাধাকৃষ্ণ মন্দির এলাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তার উপর গরু, ধর্মের ষাঁড়দের অবাধ বিচরণ চোখে পড়ে।রাস্তায় আস্তানা গেড়ে থাকা এই গবাদি পশুদের জন্য একদিকে যানজট যেমন তৈরি হয় তেমনই মাঝে মধ্যেই যানবাহনের আঘাতে গুরুতর জখম হতে হয় অবলা পশুদের। মূলত এই কারণেই রায়গঞ্জ পুরসভার এই উদ্যোগ। এদিন এই প্রকল্পের ভিত্তি স্থাপন করেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাস।