NBlive রায়গঞ্জঃ পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে মোটোর বাইক নিয়ে বেরিয়েছিলেন স্বামী স্ত্রী। দিনভর যাত্রা করে রায়গঞ্জে রাত্রীবাস করে পরদিন শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল।
কিন্তু অঘটন ঘটল রায়গঞ্জ ঢোকার মুখেই। রূপাহার ব্রীজে ওঠার পরেই আচমকা পেছন থেকে একটি গাড়ি সজোরে ধাক্কা মারল ভ্রমণপিপাসু দম্পতির মোটর বাইকে।
ঘটনায় গুরুতর আহত হয়ে রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী। এদিকে দুর্ঘটনায় মৃত্যু হলো স্বামীর। যদিও স্বামীর মৃত্যু সংবাদ এখনও কানে পৌঁছয়নি স্ত্রীয়ের।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম জিতেন্দ্র নন্দন (৩৬)। আহত স্ত্রীয়ের নাম অদিতি নন্দন (৩০)। তাঁরা হুগলি জেলার মগরা থানার বাঁশবেরিয়ার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনাগ্রস্থ দম্পতির পরিজনদের খবর দেওয়া হয়েছে।