রায়গঞ্জে বিজেপির বিজয় মিছিলের অনুমতি বাতিল , মিছিল হবেই পালটা নির্মল

 

Nblive রায়গঞ্জঃ আইনশৃঙ্খলা অবনতি হতে পারে, এই আশঙ্কায় বিজেপির বিজয় মিছিলের অনুমতি বাতিল করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। বিজ্ঞপ্তি জারি করে অনুমতি বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানার আইসিকে এই নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর৷

 

 

মন্ত্রী হওয়ার পর আজই প্রথমবার জেলায় এসেছেন দেবশ্রী চৌধুরী। সাথে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বেলা ১টা’য় রায়গঞ্জের কসবা মোড় থেকে বিজয় মিছিল শুরু করার কথা ছিল বিজেপির৷ কিন্তু প্রশাসনিক অনুমতি না মেলায় বিজয় মিছিল কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

 

 

যদিও বিজেপির জেলা সভাপতি নির্মল দাম বলেছেন, অনুমতি দেওয়া হয়েছিল। তবে মাঝরাতে সেই অনুমতি বাতিল করা হয়েছে।
এটা সরকারি কোনও মিছিল নয়। দলের নির্দেশ এসেছে মিছিল করার। তাই আইন ভেঙেই বিজয় মিছিল হবে রায়গঞ্জে।

Exit mobile version