Nblive পোর্টজিনঃ হ্যাঁ। কাল প্রধানমন্ত্রী আসছেন। মোটামুটি সব রকম স্তরই নড়েচড়ে বসলো এ খবর পেয়ে। ফার্নিচার হাউস থেকে শুরু করে ট্রাভেল এজেন্সী… আর এসবের চক্করে স্তব্ধ হয়ে পড়ল স্বাভাবিক মধ্যবিত্ত জীবনের দৈনিক খুঁটিনাটি।
কাল প্রধানমন্ত্রী আসছেন। রায়গঞ্জ ছন্দম প্রযোজিত নাটকটি অনুষ্ঠিত হল ছন্দম মঞ্চে। ১৪ই জানুয়ারি, সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী আসবেন বলে প্রশ্নচিহ্ন মজুত হল দীর্ঘ পরিকল্পনার জন্মদিনে।
প্রত্যাখানের পর প্রত্যাখ্যান… ব্যর্থ হয়ে ফিরে আসা মুহূর্তগুলির একমাত্র বিরক্তি ছিল- “ধুর! প্রধানমন্ত্রী আসছেন।”
নিরুপায় সুখ-দু:খ, ভালোবাসা-ঘৃণা সমস্তটাই যেন স্তব্ধ হয়ে গেল স্রেফ। কারণ, কাল প্রধানমন্ত্রী আসছেন।
তবে শেষমেশ স্তব্ধ ব্যারিকেড… জীবন-যাপন… মধ্যবিত্ত চাহিদা- পূরণ হতে আর বাধা রইলো না। যাবতীয় স্তব্ধতার আড়াল আবডাল ভেঙে অবশেষে এলেন না প্রধানমন্ত্রী। প্রোগ্রাম ক্যান্সেল। স্বাভাবিকতা ফিরে এল জীবনে। পালন হল জন্মদিন, বাধা রইলো না আর।
সাবলীল অভিনয়… মঞ্চ… আলোর মধ্যে দিয়ে সুধাংশু দে পরিচালিত “কাল প্রধানমন্ত্রী আসছেন” দেখলো রায়গঞ্জ। শীতের মায়া অতিক্রম করে নাটক দেখতে আসা সক্কলকে ধন্যবাদসহ আগামীর আমন্ত্রণ জানালেন তিনি।