NBlive রায়গঞ্জঃ কোথা থেকে এসেছে সে, তা কারোর জানা নেই। বৃহস্পতিবার বিকেলে আচমকাই গাছ থেকে লাফ মেরে সোজা রাস্তার উপর ঘোরাঘুরি করতে তাঁকে দেখেছে সকলে। আর তাতেই সাময়িক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের সুভাষগঞ্জ রেল লাইন লাগোয়া এলাকায়।
এদিন বিকেলে হঠাৎ করেই একটি বানরকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। কখনও রাস্তার উপর, আবার কখনও বাসিন্দাদের বাড়ির উঠোনে। আগন্তুকের আসার খবর পেয়ে ধীরেধীরে এলাকায় সাধারণের জমায়েত শুরু হয়। বানর দেখার আনন্দ উপভোগ করতে দেখা যায় এলাকার কচিকাঁচাদেরও।
এদিকে রাস্তার উপর বেশকিছুক্ষণ বানরটি বসে থাকার কারণে সাময়িক ট্রাফিক জ্যাম দেখা দেয়। আগন্তুকের মতিগতি সম্পর্কে কারোর কোনও ধারণা না থাকার কারণে তাকে ডিঙিয়ে রাস্তা পেরোতেও সাহস দেখায় নি কেউ। ক্ষণিক্ষণ বাদে বানরটি নিজেই রাস্তা থেকে সরে দাঁড়ালে ফের শুরু হয় যানচলাচল। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, বানরটি রাস্তা থেকে সরে জঙ্গলের দিকে চলে যায়।