Archiveরায়গঞ্জ

রামনবমী উপলক্ষ্যে অস্ত্র নিয়ে মিছিল, মামলা রুজু উত্তর দিনাজপুর পুলিশের

 

NBlive রায়গঞ্জঃ রামনবমী উপলক্ষে উত্তর দিনাজপুর জেলায় অস্ত্র নিয়ে মিছিল করার অভিযোগে রামনবমী উৎসব কমিটির বিরুদ্ধে মামলা রুজু করল উত্তর দিনাজপুর পুলিশ।

উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার শ্যাম সিং বলেন, সরকারি নির্দেশ উপেক্ষা করে বে আইনি অস্ত্র রাখার অভিযোগে রায়গঞ্জ, কানকি ও ইসলামপুর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে।

রবিবার রায়গঞ্জে রামনবমীর শোভাযাত্রায় কয়েকজনকে বে আইনি অস্ত্র নিয়ে দেখা যায়। এছাড়াও কানকিতেও রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র সহযোগে রাস্তায় নামতে দেখা গিয়েছে উৎসব কমিটির সদস্যদের। এরপরেই উত্তর দিনাজপুর জেলার তিনটি থানা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

Related News

Back to top button