রাতের অন্ধকারে যোগীর ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ রায়গঞ্জে

 

NBlive রায়গঞ্জঃ সভার আগের রাতে যোগীর ফ্লেক্স ভাঙচুর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা কাশিবাটি এলাকায়। বিজেপির অভিযোগ,রাতে সভা মঞ্চ পাহারা দেওয়ার সময় জনাকয়েক দুষ্কৃতী সভামঞ্চে হামলা চালায়। বেশ কয়েকটি ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগও তোলা হয়। পাশাপাশি আগ্নেয়াস্ত্র সহ বিজেপি কর্মীদের উপর চড়াও হওয়ার অভিযোগও আনা হয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

এই বিষয়ে যুব মোর্চার সদস্য দেবাশিস মোদক বলেন, আমরা রাতে সভা মঞ্চে পাহারা দিচ্ছিলাম। সেই সময় জনাকয়েক দুষ্কৃতী মুখে রুমাল বেঁধে ফ্লেক্স ছেঁড়া শুরু করে। আমরা এগিয়ে যেতেই আগ্নেয়াস্ত্র সহ হামলা চালায়। প্রাণ বাঁচিয়ে এলাকা ছেড়ে পালাই আমরা। পরে পুলিশ এসে সভা মঞ্চের নিরাপত্তার দায়িত্ব নেয়।

বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার বলেন, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হামলা চালায় বিজেপির কর্মকর্তাদের উপরে। বেশ কয়েকটি ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে। সভা বাঞ্চাল করার সমস্ত রকম প্রয়াশ চালাচ্ছে রাজ্যের শাসক দল। কিন্তু কোনও বাধাই আমাদের রুখতে পারবেনা। আমাদের সভা সফল হবেই।

 

 

Exit mobile version