NBlive রায়গঞ্জঃ বিদেশী ফোন নম্বর থেকে হোয়াটস অ্যাপে রায়গঞ্জের দুই যুবকের মোবাইল ফোনে এলো মোমোর এসএমএস। মঙ্গলবার বিকেলে অপরিচিত ওই নম্বর থেকে দুই যুবকের ফোনে একই সময়ে এসএমএস দুটি আসে বলে জানা গেছে। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র বিশ্বজিৎ রায় ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র পিযুষ রায়ের অভিযোগ, মঙ্গলবার বিকেল ৪টা ১৬ মিনিট নাগাদ অপরিচিত বিদেশী এক নম্বর থেকে তাঁদের ফোনে মোমো নাম করে বেশ কয়েকটি এসএমএস এসেছে।
এরপর থেকেই ইন্টারনেট বন্ধ করে ওই নম্বরটিকে তাঁরা ব্লক করে রেখেছেন। এই ঘটনায় ওই দুই যুবকের পরিজনেরা জানার পর থেকেই আতঙ্কে রয়েছেন বলেও জানিয়েছেন দুই পড়ুয়া। বিশ্বজিতের অভিযোগ, কন্টাক্ট লিস্ট থেকে একেরপর এক নম্বর ডিলিট হতেও শুরু করেছে এসএমএস আসার পর থেকে। পুলিশের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তাঁরা।