NBlive রায়গঞ্জঃ বাংলাদেশ থেকে দাদার বাড়িতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় মৃত এক। ঘটনায় গুরুতর আহত এক বাইক চালক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার ভাতিন্দা এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম নির্মল বিশ্বাস। বাইকের ধাক্কায় গুরুতর জখম অবস্থায় নির্মল বাবুকে রায়গঞ্জ জেলা হাসপাতালে আনা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের দাদা, রতন বিশ্বাস বলেন, বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠতেই একটি বাইকের ধাক্কায় ছিটকে যায় ভাই। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে এলে মৃত বলে জানতে পারি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।