NBlive রায়গঞ্জঃ বিগত কয়েকদিন থেকেই মে মাসে পঞ্চায়েত ভোট করা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছিল রাজ্যের রাজনৈতিক মহলে। এরপর শনিবার সেই জল্পনার অবসান ঘটাল রাজ্য নির্বাচন কমিশন।
ঘোষণা করা হলো পঞ্চায়েত ভোটের দিনক্ষণ। তিন দফায় হবে পঞ্চায়েত ভোট। ১ মে প্রথম দফার ভোট হবে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, হাওড়া ও হুগলিতে, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে। গণনা হবে ৮ মে।
৩ মে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে বীরভূম ও মুর্শিদাবাদে। এবং তৃতীয় দফায় ৫ মে-তে ভোট হবে কোচবিহার, মালদা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। তিন দফায় ভোট হবে মোট ২০টি জেলার ৪৮,৬৫৬টি গ্রাম পঞ্চায়েত, ৯২১৭টি পঞ্চায়েত সমিতি ও ২০ টি জেলা পরিষদের ৮২৫টি আসনে। মোট ভোটার সংখ্যা ৫ কোটি ৮ লক্ষ।