Nblive পোর্টজিনঃ
মেদিনীপুত্রের দুঃখগাঁথা
নুরুল্লাহ মাসুম
ঢাকা,বাংলাদেশ
ঘণ বরষার পরে মেদেনীপুত্র
ভাদরের ভরা জলে ভেসে
আশিনের শিশির ভেজা ঘাসে পা
আনন্দে আত্মহারা-
খোলা আকাশে মেঘের ভেলায়
দিগ্বিদিক ছুটে চলে দিনমান।
যত প্রেম নীলের সাথে সাথী মেঘবালিকা
শুভ্র কাশফুল বাড়ায় সখ্যতা আরো
পাখির কলতান আর ফুরফুরে হাওয়া
গানের তাল করে মধুরতর
শরতের প্রেমকাহিনী।
মেঘবালিকার লুকোচুরি মন কাড়ে
গোধূলীর রক্তিম আভা গাঢ় করে প্রেম
ছুটে চলে অসীমের পানে ক্লান্তিহীন
একাকার হয় ছাড়িয়ে সীমানা
আদিগন্তে- নাচে ক্রমাগত মনময়ূরী।
সহসা ‘লুকোচুরি’ হয়ে যায় ‘গুম’
‘রক্তিম আভা’ হয় ভয়ঙ্কর ‘খুন’
থমকে যায় শরতের রথ;
ঝড় ওঠে বুকে শীতল হয় মন-
ঘনিয়ে আসে বিদায়ের পালা
বাংলামায়ের মায়াবি আঁচল ছেড়ে।