Archiveরায়গঞ্জ

মন্ত্রীর দাবীকে চ্যালেঞ্জ, কোনও সিগন্যাল নয়,কংগ্রেসেই থাকব – লিয়াকৎ আলি

NBlive রায়গঞ্জঃ রাজ্যের পরিবহন মন্ত্রীর বক্তব্যকে ঘিরে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার রাজনীতি। মন্ত্রীর দাবীকে চ্যালেঞ্জ জানিয়ে পালটা লিয়াকৎ আলির দাবী, স্বেচ্ছায় নয়, রীতিমতন ভয় দেখিয়ে কলকাতা নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। ব্লকের দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছিল। শুধুমাত্র পরিবার ও দলীয় কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হয়েছি। তৃণমূলে নয়, কংগ্রেসেই থাকব। পঞ্চায়েত নির্বাচন নিয়ে কংগ্রেসের হয়ে প্রচারও করছি।

ইটাহারে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে এদিন চাঞ্চল্যকর মন্তব্য করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “উত্তর দিনাজপুর জেলাতে কংগ্রেসের উইকেট পড়বে, অপেক্ষা করুন। দীপা দেবী যাঁদের উপর ভরসা করছেন তাঁরাই যোগাযোগ রাখছে। দেখলেন না? ব্লক কংগ্রেসের সভাপতি লিয়াকৎ আলি, ২৫ বছরের পঞ্চায়েত সমিতির সভাপতি, বড় নেতা, তিনি আমার সাথে কলকাতায় দেখা করলেন, বাগডোগরায় বিমানে নামলেন, সেখান থেকে সোঁজা রায়গঞ্জে মহকুমা শাসকের দফতরে পৌঁছে মনোনয়ন তুললেন। তৃণমূলকে ছেড়ে দিলেন জায়গাটা। বুঝতে পারছেন সিগন্যালটা কী? বিষয়টা খুব পরিষ্কার। এই জেলাতে তৃণমূল ছাড়া আর কেউ থাকবে না।

মন্ত্রীর এমন মন্তব্যের পরেই জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। তবে মন্ত্রীর এই দাবীকে পুরোপুরি চ্যালেঞ্জ জানিয়ে লিয়াকৎ বাবু বলেন, কংগ্রেসের হয়ে এই মুহূর্তে বাহিন অঞ্চলে প্রচারের কাজ করছি। কোনও সিগন্যাল নয়। কংগ্রেসেই আছি। ভয় দেখিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। পরিবার ও দলীয় কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই মনোনয়ন প্রত্যাহার করেছি। এরসাথে তৃণমূলে যোগ দেওয়ার কোনও সিগন্যাল নেই।

Related News

Back to top button