Nblive ইটাহারঃ রাতের অন্ধকারে ব্যাপক বোমাবাজি। ঘটনা ইটাহার থানার গুলন্দর-২ গ্রাম পঞ্চায়েতের পাড়েরগ্রামে। বুথকেন্দ্র পাড়েরগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের অনতিদূরেই রাত ৮ টা থেকে মুহুর্মুহু বোমা ফাটছে বলে গ্রামবাসীদের সূত্রে জানা গেছে।
আতঙ্ক গ্রাস করেছে গোটা গ্রামকে। বোমার শব্দে ঘরের ভেতরে সিঁটিয়ে যান গ্রামবাসীরা। ভয়ে কাঁপছেন ভোটকর্মীরাও। বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গেছেন সেক্টর অফিসাররা।