Archiveরায়গঞ্জ

ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত রায়গঞ্জের শ্রমিক, খুনের অভিযোগ পরিবারের

NBlive রায়গঞ্জঃ গুজরাতে কাজ করতে গিয়ে মৃত্যু হলো রায়গঞ্জের বোড়ই গ্রামের এক বাসিন্দার। গুজরাতের ভুলকি এলাকায় লেবারের কাজ করতে গিয়েছিলেন রিতু ঋষি(৪৮)। এরপর গত ২২ মার্চ তাঁর থাকার ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় রিতুর।

পরিবারের অভিযোগ রিতুকে খুন করা হয়েছে। রবিবার বোড়ই গ্রামের বাড়িতে রিতুর দেহ পৌঁছতেই এই অভিযোগে সরব হন তাঁর পরিজনেরা। এরপরেই রায়গঞ্জ থানার পুলিশের কাছে মৃতদেহ পুনরায় ময়নাতদন্ত করার দাবী জানানো হয় মৃতের পরিজনদের পক্ষ থেকে।

খুনের অভিযোগ তুলে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। যদিও এই বিষয়টিকে আমল দেয়নি রায়গঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে, গুজরাতে ঠিকাদারের অধীনে কাজ করতে গিয়েছিলেন রিতু ঋষি। কিন্তু সেখানে গিয়ে সে আত্মহত্যা করে। ঝুলন্ত অবস্থায় রিতুর দেহ উদ্ধার করে গুজরাত পুলিশ।

Related News

Back to top button