NBlive রায়গঞ্জঃ দল ছাড়লেন হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি গোপাল মজুমদার। বুধবার দিনই কংগ্রেস জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। সূত্রের খবর, গোপাল বাবুর স্ত্রী জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী তথা দীপা দাসমুন্সী ঘনিষ্ঠ শিবানী মজুমদারও কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। তবে গোপাল বাবুর দল ছাড়ার বিষয়টি স্বীকার করলেও শিবানী মজুমদারের দল ছাড়ার বিষয়টি স্বীকার করেনি জেলা কংগ্রেস নেতৃত্ব।
লোকসভা ভোটের আগে হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতির এমনভাবে দল ছাড়ার বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে জেলা কংগ্রেস মহলে। এদিকে সূত্রের খবর, আগামী সপ্তাহেই জেলায় আসতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে কী কংগ্রেস ছেড়ে বিজেপিতে যেতে চলেছেন কংগ্রেস নেতা? সেই প্রশ্নেই এখন তোলপাড় জেলার রাজনৈতিক মহল।
জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের পর মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন গোপাল বাবু। জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের হাতে তুলে দেওয়া পদত্যাগ পত্রে এমনটাই লেখা রয়েছে বলে জানা গিয়েছে। তবে গোপাল বাবুর স্ত্রী তথা জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী শিবানী দেবীর পদত্যাগ করার খবরটি নিয়ে এখনও কোনও পক্ষই মুখ খুলতে চায়নি। ফলে শিবানী দেবী আদৌ দল ছেড়েছেন কীনা তা এখনও স্পষ্ট নয়। তবে একই যাত্রায় পৃথক ফল হবেনা বলেই ধারণা জেলার রাজনৈতিক মহলের।
বিগত পঞ্চায়েত ভোটে হেমতাবাদ জেলা পরিষদ এলাকার কংগ্রেস প্রার্থী ছিলেন শিবানী দেবী। এর আগে হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন শিবানী মজুমদার। কিন্তু গত পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের সামনে পরাজিত হতে হয় তাঁকে। এরপরই শিবানী দেবী অভিযোগ করেছিলেন, তাঁর নামে ছাপ দেওয়া প্রচুর পরিমাণে ব্যালট পেপার উদ্ধার হয়েছে হেমতাবাদ থেকে। এই বিষয়ে হেমতাবাদ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগও দায়ের করেছিলেন তিনি।
রাজনৈতিক মহলের ধারণা, এই ঘটনার পর জেলা কংগ্রেস নেতৃত্ব বিষয়টিকে নিয়ে তেমন ভাবে আন্দোলনে না নামার কারণেই কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন শিবানী দেবীর স্বামী তথা হেমতাবাদ ব্লক কংগ্রেস নেতা গোপাল মজুমদার। সূত্রের খবর চলতি সপ্তাহে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস ছাড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন গোপাল বাবু। রাজনৈতিক মহলের ধারণা, সেদিনই দল ছাড়ার আসল কারণ ও বিজেপিতে যোগ দিচ্ছেন কী না সেই বিষয়টি পরিষ্কার হবে। লোকসভা ভোটের মুখে কংগ্রেস নেতার দলছাড়ার ঘটনাটি দলীয় কর্মীদের মধ্যে প্রভাব ফেলবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
এই বিষয়ে জেলা কংগ্রেস নেতা পবিত্র চন্দ বলেন, গোপাল মজুমদারের পদত্যাগ পত্র পেয়েছি। কিন্তু শিবানী দেবীর দল ছাড়ার বিষয়ে কিছু জানিনা।