NBlive রায়গঞ্জঃ পিন পার্বতী পাস জয় করার পর এবার ভাগীরথী ২ শৃঙ্গ জয় করার উদ্দেশ্যে রায়গঞ্জ থেকে রওনা দিচ্ছে ছয় সদস্যের একটি দল। রায়গঞ্জের হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ৪ সেপ্টেম্বর ভাগীরথী ২ শৃঙ্গ ( ২১,৩৬৫ ফুট) অভিযান করতে চলেছে ৬ পর্বতারোহী।
রবিবার উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা করা হয় সংগঠনের পক্ষ থেকে। এদিন flag off ceremony-তে এই অভিযানের দলনেতা মনোতোষ বিশ্বাস বলেন, প্রধানত অর্থের অভাবের কারণেই অনেকদিন পর সংস্থা এ ধরনের ব্যায়বহুল অভিযানের আয়োজন করতে চলেছে। উত্তরাখন্ডের উত্তরকাশী- গঙ্গোত্রী – ভূজবাসা -গোমুখ -গঙ্গোত্রী গ্লেসিয়ার হয়ে নন্দনবনে বেসক্যাম্প তৈরি হবে। সেখান থেকে camp 1 , camp 2 ও পরে summit camp এর মাধ্যমে শৃঙ্গ জয়ের চেষ্টা চলবে।
সংস্থার সম্পাদক উৎপল মন্ডল জানান, উত্তরবঙ্গ থেকে এই প্রথম আমরাই উত্তরাখন্ডের ভাগীরথী ২ শিখর অভিযান করতে চলেছি। দলের অন্যান্য সদস্যরা হলেন তরুন সরকার, শঙ্কর ধর, নীলাদ্রি সিনহা ,অনজুমান আলি আখতার। দলে রয়েছেন একমাত্র মহিলা সদস্যা অপর্না চক্রবর্তীও।
রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোশিয়েসন ও রোটারি ক্লাবের পক্ষ থেকে এদিন শুভেচ্ছা জানানো হয়অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের। পাশাপাশি অভিযাত্রীদের হাতে বিশিষ্ট পর্বতারোহী ও লেখক শ্রী রতন লাল বিশ্বাস জাতীয় পতাকা ও কনফেডারেশন অফ নর্থবেঙ্গল এন্ড সিকিম জার্নালিষ্ট এর সভাপতি শ্রী অলিপ মিত্র পুস্প স্তবক ও স্মারক এবং সংস্থার সম্পাদক শ্রী উৎপল মন্ডল সংস্থার পতাকা তুলে দেন। অভিযাত্রী দলটি ৪ সেপ্টেম্বর রওনা হয়ে আগামী ২৯ শে সেপ্টেম্বর রায়গঞ্জ ফিরে আসবে।