NBlive রায়গঞ্জঃ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের রামপুর এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তাঁরা। জানা গেছে, সোমবার গভীর রাতে রামপুর গ্রাম পঞ্চায়েত অফিস লাগোয়া কানাড়া ব্যাঙ্কের শাখায় চুরি করতে ঢোকে দুষ্কৃতীরা। গ্যাসকাটারের সাহায্যে সাটার কেটে ব্যাঙ্কের ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। এদিকে সিসি ক্যামেরার মুখও ঘুরিয়ে রাখে দুষ্কৃতীরা। তবে দুঃসাহসিক এই চুরির ঘটনায় কে বা কারা যুক্ত তা এখনও জানা যায়নি। কতটাকা চুরি হয়েছে সেই বিষয়েও এখনও কিছু জানা যায়নি।