NBlive রায়গঞ্জঃ আগামী ২৪ সেপ্টেম্বর রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন। আর তার আগেই শাসক দল তৃণমূল কংগ্রেসের দুই জয়ী সদস্যের অপহরণের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জে। অপহৃত দুই পঞ্চায়েত সমিতির সদস্যের পরিজনেরা রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অপহৃত দুই সদস্যের নাম মনী সোরেন ও সীতা টুডু। এই অপহরণের পেছনে তৃণমূলের অপর এক গোষ্ঠীর হাত থাকতে পারে বলে সন্দেহ।
তবে, তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ ব্লক সভাপতি পূর্নেন্দু দে বলেন,” রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির ১৮ জন তৃণমূল সদস্য নিরাপত্তার অভাব বোধ করায় স্বেচ্ছায় শহরের বাইরে চলে গিয়েছেন বলে জানি। পুলিশ তদন্ত করলেই আসল সত্য জানা যাবে। এই বিষয়ে জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ” অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।” রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির মোট আসন ৪২। এর মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৪ টি। বিজেপি জয়ী হয়েছে ১৬ টি আসনে। কংগ্রেস ও নির্দল জয়ী হয়েছে ১ টি করে আসনে।