NBlive রায়গঞ্জঃ অনিয়মিত হাজিরা ও কাজের ক্ষেত্রে অবহেলার অভিযোগ এনে জেলার পাঁচ চিকিৎসকের বেতন বন্ধ করার নির্দেশ দিলেন উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা। যদিও বেতন বন্ধ করে দেওয়ার খবরকে মিথ্যে বলে করে ওই চিকিৎসকদের দাবী, তাঁরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাত দিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে ইস্তফা পত্র কয়েকমাস আগেই জমা দিয়েছেন।
জানা গেছে, কর্তব্যে গাফিলতি অভিযোগ আনা হয়েছে তিন স্ত্রী রোগ বিশেষজ্ঞ কেশব চন্দ্র ব্যানার্জী, দ্বীপ সরকার ও উৎপল পাঁজার বিরুদ্ধে। অভিযোগ আনা হয়েছে শিশু রোগ বিশেষজ্ঞ এম আর আলি ও চিকিৎসক বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধেও।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, এই পাঁচ চিকিৎসকদের প্রত্যেককেই জেলার মধ্যে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। কিন্তু বদলি করার পরেও তাঁরা কেউওই নিজেদের জায়গায় কাজে যোগ না দেওয়ার ফলে চিকিৎসয়া ব্যবস্থা ব্যাহত হচ্ছে। রোগীদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে।
এই কারণেই কর্ত্যবে গাফিলতির অভিযোগ এনে চিকিৎসকদের বেতন বন্ধ করে দেওয়া হয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানিয়েছেন, বেতন বন্ধ করার প্রসঙ্গই আসছেনা। তাঁরা বেশ কয়েকমাস আগেই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমেই রাজ্য স্বাস্থ্য দফতরে ইস্তফাপত্র জমা দিয়েছেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক মিথ্যা কথা বলছেন বলে পালটা দাবী করেছেন এই পাঁচজন চিকিৎসক। এদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন,এই পাঁচ চিকিৎসক দীর্ঘদিন থেকে কাজে আসছিলেন না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।