Nblive শিলিগুড়ি : মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প বেঙ্গল সাফারি পেল ১৪ প্রজাতির পাখি। পাখিগুলি ভারতের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছিল। বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর অরুন মুখোপাধ্যায় এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, কচ্ছপ সংরক্ষণের জন্য একটি পুকুরও উদ্বোধন করা হচ্ছে। তিনি বলেন, স্কারলেট ম্যাক, ব্লু অ্যাণ্ড ইয়েলো ম্যাক, আফ্রিকান গ্রে প্যারট, সালফার ক্রেস্টেড, হোয়াইট কাকাতু, ব্ল্যাক পণ্ড টার্টল, কমন হিল ময়না, বেঙ্গল মনিটরের মতো পাখিরা এই পার্কের নতুন অতিথি হয়ে এল।
উদ্বোধনের পর বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, আমরা এখানে আফ্রিকান, অষ্ট্রেলিয়ান ও কিছু ইণ্ডিয়ান বার্ড অ্যাভিয়ারি চালু করলাম। আমরা এই সাফারি পার্ককে আন্তর্জাতিক মানের করে তুলতে চাইছি।
কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বেঙ্গল সাফারি পার্কের উদ্বোধন করেছিলেন। প্রায় এক হাজার একর এলাকা জুড়ে তৈরি এই পার্কে বর্তমানে হরিণ, গণ্ডার, জাঙ্গল ফাউল ও বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে।