Archiveরায়গঞ্জ

বিশ্ব পরিবেশ দিবসে কুলিক সাফাই অভিযান রায়গঞ্জে

 

Nblive রায়গঞ্জঃ কুলিকের বুকে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে কুলিক সাফাই অভিযানে রায়গঞ্জবাসী। বিশ্বপরিবেশ দিবসের সকালে এই চিত্রই ধরা পরল রায়গঞ্জে। প্রায় শতাধিক মানুষের জমায়েত। কারোর হাতে কোদাল কারোর হাতে ঝুড়ি। নদীর বুকে দাঁড়িয়ে জোড় কদমে চলছে থার্মোকল জাতীয় দ্রব্য হটানোর কাজ। কিছু পরিবেশপ্রেমী মানুষের এহেন উদ্যোগ দেখে উৎসাহিত সাধারণ মানুষের ভির জমতেও দেখা যায় কুলিক ব্রীজে। শুধু দেখেই কাটালেন না, কেউ কেউ হাত বাড়িয়ে কাঁধে তুলে নিলেন শহরের একমাত্র নদীকে সাফাই করার দায়িত্বও।

 

 

 

বুধবার সকাল থেকে শুরু হয় এই কর্মকান্ড। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ট্রেকার্স অ্যাসোসিয়েশনের কৌশিক ভট্টাচার্য জানান, দীর্ঘদিন ধরেই কুলিক আবর্জনায় ভরে উঠছে। পলিজমে নদীর নাব্যতা হ্রাস পেয়েছে। এইসব একাধিক বিষয়ে বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু আখেড়ে কোন লাভ হয়নি। ফলে আমরা বিগত কয়েকবছর থেকে নিজেরা উদ্যোগ গ্রহন করেছি নদী পরিষ্কারের। এই প্রয়াস আমাদের আগামি দিনেও জারি থাকবে। কৌশিক বাবুর দাবী, অন্যবারের তুলনায় এবার অনেকটাই জঞ্জালমুক্ত কুলিক চোখে পড়েছে।

 

 

কুলিক সাফাই অভিযানে এদিন যোগ দেন বিপর্যয় মোকাবিলা দলও। স্পিডবোট নিয়ে দলের সদস্যরা নদী পরিষ্কারের কাজে যোগ দেন।

Related News

Back to top button